দূরের মানুষ যতই খারাপ কথা বলুক না কেনো কষ্ট কষ্ট লাগে না কিন্তু কাছের মানুষের সামান্য কথা, তার ব্যবহারের সামান্য পরিবর্তন অনেক কষ্ট দেয় সময়ের সাথে সাথে হয়তো সবকিছুই পরিবর্তন হয়ে যায় কষ্ট হলেও সময় কিছুটা ভুলিয়ে দেয় সময়কে তো আর ধরে রাখা যায় না সময়কে শুধুই মনে রাখা যায় এই সময় একদিন সমস্ত অতীত গুলো আবার মনে করিয়ে দেয় সময় যখন খারাপটা মনে রাখে তেমনি ভালোটা মনে রাখতে সময় একদিন সাহায্য করে _approkashito_shobdo_ অপ্রকাশিত শব্দ ©purnima Dutta Banik #Workovertime #Sadamit #shadowoflove #storyshow #instagram #approkashitoshobdo #facebookpage #nojoto🖋️🖋️