গল্প হলেও সত্যি ২ শঙ্খ ফ্লাইট থেকে নেমেছে মাত্র হাতে সুলগ্নার লাগেজ, ফোনটা সুলগ্নার হাতে, হটাৎ ফোনটা বেজে উঠল, বনানীর ফোন , সুলগ্না ফোনটা শঙ্খকে দিতে যাচ্ছিল। হটাৎ কি মনে হলো কলটা তুললো। হ্যালো শঙ্খর ফোনে মেয়ের গলা শুনে বনানী ইকটু অবাক হলো। হ্যালো কে ? সুলগ্না বলছি শঙ্খ ইকটু ব্যাস্ত আছে কি দরকার আমাকে বলতে পারো। দরকারটা তো সমুর সাথে, ওকেই বলবো। সুলগ্না আমাকে বলতে পারো আমি বলে দেব। বনানী অগত্যা বলতে হলো। কাল আমি আর আমার হাসবেন্ড আসবো ওর সাথে দেখা করতে। ফোনে কাটার পর সুলগ্না : হম যতসব ঢং , বনানী: এই মেয়েটা শঙ্খকে নিজের সম্পত্তি মনে করে #একযেছিলকন্যা #গল্পহলেওসত্যি #sequel #shareduniverse