Nojoto: Largest Storytelling Platform

আবছা অন্ধকারে ধূসর জড়ানো কুয়াশা , আগুন ধুপকাঠির

আবছা অন্ধকারে ধূসর জড়ানো কুয়াশা ,
আগুন ধুপকাঠির আয়ু কমিয়ে দিয়ে যায় ,
আমার তাকিয়ে দেখা সমস্ত পরিবর্তন ।

আমার ভিটের দেয়ালে শপথ লেগে থাকে ,
ক্ষয়ে ক্ষয়ে যায় তাদের প্রতিশ্রুতি ,
তারা নিরবের মত কঠিন হতে পারে না ।

সেদিন তোমাকে একদৃষ্টিতে ভালোবেসেছিলাম ,
দুহাতের তালুর মধ্যে ভরে      —
ঈশ্বর নামে নিয়ে গিয়েছিলে তার সবটা ,

আজ তাকিয়ে রইলে তুমি সময়ের অভ্যাসে , শোনো ;
যে পথে গেছো , সে পথে ফুল দিয়ো ।
 ফিরে দেখা । শুভ সরকার //
১০ই ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ //
•
•
•
•
#yqdada 
#yqbaba
আবছা অন্ধকারে ধূসর জড়ানো কুয়াশা ,
আগুন ধুপকাঠির আয়ু কমিয়ে দিয়ে যায় ,
আমার তাকিয়ে দেখা সমস্ত পরিবর্তন ।

আমার ভিটের দেয়ালে শপথ লেগে থাকে ,
ক্ষয়ে ক্ষয়ে যায় তাদের প্রতিশ্রুতি ,
তারা নিরবের মত কঠিন হতে পারে না ।

সেদিন তোমাকে একদৃষ্টিতে ভালোবেসেছিলাম ,
দুহাতের তালুর মধ্যে ভরে      —
ঈশ্বর নামে নিয়ে গিয়েছিলে তার সবটা ,

আজ তাকিয়ে রইলে তুমি সময়ের অভ্যাসে , শোনো ;
যে পথে গেছো , সে পথে ফুল দিয়ো ।
 ফিরে দেখা । শুভ সরকার //
১০ই ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ //
•
•
•
•
#yqdada 
#yqbaba
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator