Nojoto: Largest Storytelling Platform

মিথ্যে তো অনেকের থেকেই শোনা, সত্যি টা শুধু তোমার

মিথ্যে তো অনেকের থেকেই শোনা, 
সত্যি টা শুধু তোমার কাছে আছে। 
কথা তো প্রায় সবাই বলে যায়, সে পর হোক বা আপন। 
কিন্তু শোনার সময় তো শুধু তোমার কাছেই আছে। 
অভিযোগের খাতায় তো আমার নাম সবার ওপরে, 
কিন্তু আমার বাস্তবতা শুধু তোমার কাছে আছে। 
ব্যবহার করে চলে যাওয়া তো খুব সামান্য, 
সংগ্রহ করে ওঠানোর অভ্যাস শুধু তোমার কাছে আছে। 
আবেগ আর অশান্তি তো সবার কাছে আছে, 
কিন্তু শান্তি তো শুধু তোমার কাছে আছে।

©Ananta Dasgupta #Pinterest #anantadasgupta #mahadev #mysaviour #Bengali_poem #bengaliquote
মিথ্যে তো অনেকের থেকেই শোনা, 
সত্যি টা শুধু তোমার কাছে আছে। 
কথা তো প্রায় সবাই বলে যায়, সে পর হোক বা আপন। 
কিন্তু শোনার সময় তো শুধু তোমার কাছেই আছে। 
অভিযোগের খাতায় তো আমার নাম সবার ওপরে, 
কিন্তু আমার বাস্তবতা শুধু তোমার কাছে আছে। 
ব্যবহার করে চলে যাওয়া তো খুব সামান্য, 
সংগ্রহ করে ওঠানোর অভ্যাস শুধু তোমার কাছে আছে। 
আবেগ আর অশান্তি তো সবার কাছে আছে, 
কিন্তু শান্তি তো শুধু তোমার কাছে আছে।

©Ananta Dasgupta #Pinterest #anantadasgupta #mahadev #mysaviour #Bengali_poem #bengaliquote
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon124