Nojoto: Largest Storytelling Platform

এখন ভাবি পাখি হওয়ায় ছিল ভালো-- কল্পনারা জ্বালতো আল

এখন ভাবি পাখি হওয়ায় ছিল ভালো--
কল্পনারা জ্বালতো আলো,
সাঁজের বেলায় বাসায় ফিরে,
ভাবনা রাশি ধরতো ঘিরে;
তেপান্তরের মাঠে মাঠে
সূর্যি যখন যেত পাটে,
বাস্তবে ভাই কংক্রিটে বাস;
স্বপ্ন দেখার নেই অবকাশ...  **❤বাস্তবতার মাটি খুবই শক্তিশালী। 
না চাইলেও মেনে নিতে হয়। আজ যেটাকে হাত বাড়ালেই পাওয়া যায়। কাল সেটা নাও পেতে পারো। ❤**

••❤Little difference;
Specing distance for real! ❤••

#তফাৎ
#বাংলা_কবিতা
এখন ভাবি পাখি হওয়ায় ছিল ভালো--
কল্পনারা জ্বালতো আলো,
সাঁজের বেলায় বাসায় ফিরে,
ভাবনা রাশি ধরতো ঘিরে;
তেপান্তরের মাঠে মাঠে
সূর্যি যখন যেত পাটে,
বাস্তবে ভাই কংক্রিটে বাস;
স্বপ্ন দেখার নেই অবকাশ...  **❤বাস্তবতার মাটি খুবই শক্তিশালী। 
না চাইলেও মেনে নিতে হয়। আজ যেটাকে হাত বাড়ালেই পাওয়া যায়। কাল সেটা নাও পেতে পারো। ❤**

••❤Little difference;
Specing distance for real! ❤••

#তফাৎ
#বাংলা_কবিতা
jayantaroy2876

Jayanta Roy

New Creator