একটা রকেট বাজি হলে আমি ঠিক, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে ওই বিশাল আকাশটায় নিজের আলোটাকে মুক্তির স্বাদ দিতাম। কোনো পিছুটান থাকতো না, খালি বহুমানুষের হাসি মুখ আর উন্মাদ কোলাহল... ওই আগুনের একটা উল্কা হয়তো দাবানল হয়ে ধ্বংস করতো একটু পৃথিবী, প্রচন্ড ক্ষোভে। —সম্মোহিনী