জাগো দুর্গা জাগো মা এসেছে শরত এসো মা অপেক্ষায় বসে আছি আর শুধু দিন গুনছি আকাশ বাতাস তোমার আগমণে রেঙেছে চারদিকে চেয়ে দেখি,খুশির বাঁধ ভেঙেছে সকল দুঃখ মুছিয়ে দাও অগোছালো জীবনটাকে গুছিয়ে দাও সপরিবারে এসো মা আকুল এ মন আর যে মানে না..... Esho ma.... #durgapuja #agomoni #joymaadurga #yqbaba #yqdidi #yqquotes #mypoems