এক যে ছিল কন্যা ২ সুলগ্না এয়ারপোর্টের লাউঞ্জএ বসে আছে, মাস্কটা কি হাতে নিয়ে বসার জিনিস পড়, হ্যা পড়ছি। চল ফ্লাইট anodised হয়ে গেছে। ব্যাগটা আমাকে দে শঙ্খ সুলগ্নার ব্যাগটা হাতে নিয়ে আগে আগে যাচ্ছে সুলগ্না পেছন পেছন আসছে।প্লেনে সুলগ্না শঙ্খর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে শঙ্খর দিকে। কি অদ্ভূত মানুষটা নিজে এত স্ট্রাগল করছে, তাবুও সবার খেয়াল রাখে এমনকি ওই বনানীও, ছেলেটার খেয়াল রাখার কেউ নেই। আচ্ছা আমি হাত বাড়ালে আমার হাতটা ধরবে তো। কি রে কি দেখছিস। সুলগ্না শুধু হাসলো আর মাথা নাড়ল। সুলগ্না আলতো করে মাথাটা শঙ্খর কাধে রাখল কখন যে সুলগ্না ঘুমিয়ে পড়লো নিজেই বুঝতে পারলো না। শঙ্খ ঘুমন্ত সুলগ্নার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল।, "অনেক কষ্ট সহ্য করেছিস তুই আমি সব ঠিক করে দেব এবার, আমার জীবনতো এভাবেই চলবে তুই ইকটু ভাল থাক।" মনে মনে কথা গুলো ভাবল শঙ্খ। ক্রমশঃ #একযেছিলকন্যা #গল্পহলেওসত্যি #sequel #shareduniverse