Nojoto: Largest Storytelling Platform

আমরা যখন সাপ-সিঁড়ি খেলি, তখন আমরা দেখি যে সিড়ি

আমরা যখন সাপ-সিঁড়ি খেলি, তখন  আমরা দেখি যে সিড়ি যতো লম্বা তারপর ততো লম্বা সাপ আছে। যখন আমরা চার জন মেম্বার মিলে  সাপ-সিড়ি খেলি তখন দেখি যে মেম্বার তাড়াতাড়ি উঠে গিয়ে সিড়ি দিয়ে winner point দিকে এগিয়ে যায় ঠিক তখনই  ১০০  point আগে থাকা সবথেকে লম্বা সাপের মুখে চলে গিয়ে, হয়তো দেখা যায় তারপরে বেরোনো মেম্বার দের সবার পেছনে চলে যায়। 

আর দেখা যায় যে মেম্বার হয়তো সবার শেষে বেরিয়ে খুব খুব ছোট ছোট সিঁড়ি পেয়ে সবার আগে winner  হয়ে গেল। 
যদিও এটি একটি খেলা এর মধ্যে কারুই  কিছু করার থাকে না। এটি সম্পূর্ণ লুডুর গুটির ওপর নির্ভর করে।  
তবুও আমাদের চারপাশে ঘটে চলা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কিছু শেখার চেষ্টা করলাম। 
এর থেকে আমরা দুটি জিনিস শিখতে পারি তা হলো... 

‌খুব বড়ো সাফল্য পেতে হলে ঠিক ততো  বড়ো বাধা কে প্রতিরোধ করার মতো সামর্থ্য বা সাহস রাখতে হবে। 

‌  জীবন এর  shortcuts খুঁজলে চলে না। আমাদের প্ররিশ্রম করতে হবে। যদি জীবনে কখনো এমন সময় আসে যেখানে দুটি রাস্তা বেছে নিতে হবে।১. হলো shortcuts । ২. হলো অক্লান্ত পরিশ্রম । তাহলে ২. নম্বর পয়েন্ট টাই শ্রেয়। তার কারণ ১. নম্বর পয়েন্ট টি বেছে নিলে হয়তো খুব তাড়াতাড়ি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি বা হয়তো সাফল্য ও পেয়ে যেতে পারি। কিন্তু সেই সাফল্য দীর্ঘস্থায়ী না ও হতে পারে। আর যদি ২. নম্বর পয়েন্ট টি বেছে নিই তাহলে হয়তো সাফল্য পেতে অনেকটা বেশি সময় লাগবে  ঠিকই তবে সেই সাফল্য দীর্ঘস্থায়ী যেমন হবে ঠিক তার সাথে আমাদের আনন্দ ও দ্বিগুণ হবে।

©Sujata Mondal #life_is_struggle  #lifelessons  #lifrtruth #lifeexperience 

#sunrays
আমরা যখন সাপ-সিঁড়ি খেলি, তখন  আমরা দেখি যে সিড়ি যতো লম্বা তারপর ততো লম্বা সাপ আছে। যখন আমরা চার জন মেম্বার মিলে  সাপ-সিড়ি খেলি তখন দেখি যে মেম্বার তাড়াতাড়ি উঠে গিয়ে সিড়ি দিয়ে winner point দিকে এগিয়ে যায় ঠিক তখনই  ১০০  point আগে থাকা সবথেকে লম্বা সাপের মুখে চলে গিয়ে, হয়তো দেখা যায় তারপরে বেরোনো মেম্বার দের সবার পেছনে চলে যায়। 

আর দেখা যায় যে মেম্বার হয়তো সবার শেষে বেরিয়ে খুব খুব ছোট ছোট সিঁড়ি পেয়ে সবার আগে winner  হয়ে গেল। 
যদিও এটি একটি খেলা এর মধ্যে কারুই  কিছু করার থাকে না। এটি সম্পূর্ণ লুডুর গুটির ওপর নির্ভর করে।  
তবুও আমাদের চারপাশে ঘটে চলা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কিছু শেখার চেষ্টা করলাম। 
এর থেকে আমরা দুটি জিনিস শিখতে পারি তা হলো... 

‌খুব বড়ো সাফল্য পেতে হলে ঠিক ততো  বড়ো বাধা কে প্রতিরোধ করার মতো সামর্থ্য বা সাহস রাখতে হবে। 

‌  জীবন এর  shortcuts খুঁজলে চলে না। আমাদের প্ররিশ্রম করতে হবে। যদি জীবনে কখনো এমন সময় আসে যেখানে দুটি রাস্তা বেছে নিতে হবে।১. হলো shortcuts । ২. হলো অক্লান্ত পরিশ্রম । তাহলে ২. নম্বর পয়েন্ট টাই শ্রেয়। তার কারণ ১. নম্বর পয়েন্ট টি বেছে নিলে হয়তো খুব তাড়াতাড়ি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি বা হয়তো সাফল্য ও পেয়ে যেতে পারি। কিন্তু সেই সাফল্য দীর্ঘস্থায়ী না ও হতে পারে। আর যদি ২. নম্বর পয়েন্ট টি বেছে নিই তাহলে হয়তো সাফল্য পেতে অনেকটা বেশি সময় লাগবে  ঠিকই তবে সেই সাফল্য দীর্ঘস্থায়ী যেমন হবে ঠিক তার সাথে আমাদের আনন্দ ও দ্বিগুণ হবে।

©Sujata Mondal #life_is_struggle  #lifelessons  #lifrtruth #lifeexperience 

#sunrays