Nojoto: Largest Storytelling Platform

#COVID19 বন্দি সময় বন্দি শহর বড্ড কঠিন এক এক প্রহ

#COVID19

বন্দি সময়
বন্দি শহর
বড্ড কঠিন এক এক প্রহর!
বন্ধ ঘরের প্রিয় কোন,
এখন একঘেয়েমি ভীষণ রকম।
নিজের সাথেই নিজের লড়াই,
তাকে কাছে পেতে হাত বাড়াই।
শহর তুই অসুখ বুকে,
নিচ্ছিস যে কত ক্ষত মেখে!
শহর তুই ওঠ সেরে,
দে জানান তুই হাত নেড়ে..
"তুই অসুখ বিহীন এক মুক্ত শহর"
তুই দে সকলকে এক নতুন ভোর।
কাটুক অলসতার এ সকল প্রহর...
ফিরে পাক সবাই সেই "কাজের শহর"।।


#piyaS
#COVID19

বন্দি সময়
বন্দি শহর
বড্ড কঠিন এক এক প্রহর!
বন্ধ ঘরের প্রিয় কোন,
এখন একঘেয়েমি ভীষণ রকম।
নিজের সাথেই নিজের লড়াই,
তাকে কাছে পেতে হাত বাড়াই।
শহর তুই অসুখ বুকে,
নিচ্ছিস যে কত ক্ষত মেখে!
শহর তুই ওঠ সেরে,
দে জানান তুই হাত নেড়ে..
"তুই অসুখ বিহীন এক মুক্ত শহর"
তুই দে সকলকে এক নতুন ভোর।
কাটুক অলসতার এ সকল প্রহর...
ফিরে পাক সবাই সেই "কাজের শহর"।।


#piyaS
peyaliguha1148

Peyali Guha

New Creator