Nojoto: Largest Storytelling Platform

তোমার ঐ চোখের গভীরতায় প্রতিনিয়ত হারিয়ে যাই। চোখ

তোমার ঐ চোখের গভীরতায় প্রতিনিয়ত হারিয়ে যাই।
চোখের পলকে ভেসে ওঠে হৃদয় ভাঙা স্বপ্নের পরিহাস।
মেঘেদের ঘণঘটার মাঝে লুপ্ত হয়ে যায় কান্না আর হাহাকার।
✍️অঞ্জলী দাশ গুপ্ত

©Anjali Das Gupta
  #Exploration #find#simeone who really loves you #❤️❤️❤️#

#Exploration #find#Simeone who really loves you #❤️❤️❤️# #films

153 Views