স্নেহশীল জীবন নিজেকে ঠিক ততোটাই গুরুত্ব দাও যাতে কখনও কারোর অভাব বোধ করতে না হয়। কোনো কিছুর বিনিময়ে নিজের আত্মসম্মানকে ক্ষুন্ন করো না। মনে রেখো , নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। তাই সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো এবং সবার প্রতি সহানুভূতিশীল হয়ে জীবনে এগিয়ে চলো। #snehashiljibon স্নেহশীল জীবন #post80