শুকনো পাতার মতো শুকিয়ে গেছে মন জানিনা কোন কারন তুই হয়ে গেলি এমন... কি চেয়েছি কি পেয়েছি তা তো জানি না.. শুধু জানি আমার মনটা আজ একদমই ভালো না #একাকীত্ব #অনুভূতি 🙂😔😔😔🙃 #বলার অনেক কিছু আছে কিন্তু শোনার কেউ নেই #লিখার অনেক কিছু আছে কিন্তু পড়ার কেউ নেই #দুঃখ দেওয়ার জন্য অনেকেই আছে কিন্তু সেটা বোঝার মতো কেও নেয়। #কিছু কথা বলতে হয়না বুঝে নিতে হয় #আজ মন খারাপের কারণে না চাইতেও এইসব লিখে নিলাম।