এক যে ছিল কন্যা ২ শঙ্খ সেই আসার পর থেকে গুছিয়ে যাচ্ছিস ইকটু রেস্ট কর। "এই তো হয়ে এল আছে শোন আমি সব ঠিক করে রেখেছি গাড়ি আসবে তোর সব জিনিস নিয়ে সোজা কলকাতা চলে যাবে আমরা কাল যাব" "তাহলে আমরা আজ থাকবো কোথায়" "মহারানী আমার এখানে একটা হোটেল আছে আপনি ভুলে যাচ্ছেন।" "বুঝলি সু আমি ভাবছিলাম কেউ যদি প্রেম নিবেদন করে তুই সাড়া দিবি কিনা।" সুলগ্না কোমরে দু হাত দিয়ে সম্রাটের দিকে কটমট করে তাকালো "ওই শুরু হলো তোর ফ্লার্ট করা।" সাম্রাট কিছু বলতে যাবে এমন সময় সম্রাটের ফোনটা বেজে উঠল। ফোনটা সুলগ্নার কাছে ছিল, সুলগ্না মুখ বেকিয়ে বলল 'বনানী' সম্রাট ফোনটা তুললো বনানী নিজের জীবনের সবচে খুশির খবরটা শঙ্খকে দেবার জন্য ছটফট কর ছিল। সৃতনু স্কুলে চলে যেতেই ফোনটা করল। খবরটা শুনে সাম্রাট খুব খুশি হল। 'বাহ এত খুব খুশির খবর, আমি এখন বাইরে আছি ফিরে এসে অবশ্যই তোর সাথে দেখা করবো।' ফোন টা কাটতেই সুলগ্না চোখ লাল করে সম্রাটের দিকে তাকিয়ে আছে,'কম তো কষ্ট দেয়নি এবার কি চাই' আরে না মা হতে চলেছে সেই খবরটা দিল। এবার তো কমসেকম তোর থেকে দূরে থাকুক। কেউ কাছে টেনে নিলে এমনি দূরে চলে যাবে। ধুর তুই না একদম । আমি কি? কিছু না যা তুই গোছা আমি রান্নাটা শেষ করি। ক্রমশঃ #একযেছিলকন্যা #গল্পহলেওসত্যি #shareduniverse #sequel