বসন্তবাস, কুহুতান- ভ্রান্তি-ভ্রান্তি ঠিক, ঠিক যেন অঝোরে সৃষ্টি সুখের উচ্ছ্বাস; প্রেম যৌক্তিক, কখনো বা নিষ্ফল, বেগতিক, হেমন্তে, শর্তে রঙে রঙে আলফাজ ! মনের দেওয়ালটা সাদা হলেই যে রং লেগে যাক না কেন তা অনায়াসে ছেপে যাবে। কিন্তু একবার যদি সেখানে শেওলা পড়ে যায়, নোনা লেগে যায় তবে সে অন্ধকার দেওয়ালে কোনো রঙই ঠেক পাবে না। তবে সবসময় রঙিন থাকাটা জরুরী, বর্ণহীন তো চোখের জলও হয়! কোলাবের জন্য সবাইকেই আমন্ত্রণ রইল। 👏🍁🍁🍂💞 দোলযাত্রা আর হোলির একরাশ রক্তিম পারিজাত শুভেচ্ছা! 🌹💙🍁💙🍀💛🌸💛🌻 কোনো শর্ত নেই!