বুকর্যাকটার এককোণায় তাকালে, দেখতে পাবেন একটা ধুলোমাখা ডায়রী, আর সেই ডায়রীর কয়েকটা পাতা ওল্টালেই আপনার চোখে পড়বে একটা শুকনো গোলাপ ফুল, একদিন অনেক প্রতিশ্রুতিতে মুড়ে যা দিয়েছিল কেউ, আর পরম যত্নে কেউ রেখে দিয়েছিল এই ডায়রীর পাতায়৷ সময়ের সাথে আজ এই ডায়রীতে পড়েছে সময়ের ধুলো৷ একদিনের সেই গোলাপ বুকে নিয়ে সে পড়ে রয়েছে এককোণে৷ চিন্তা করবেন না ! সেই মানুষ দুটো ভালোই আছে ৷ ব্যস্ত আছে, খুশি আছে নিজের নিজের জীবনে, এই ডায়রীর কথা আজ তাদের কারোরই মনে নেই। এমনই আলমারীর কোনে রাখা কত ডায়রী নিজের বুকে বয়ে চলেছে এক চিরন্তন সত্য। বুঝিয়ে দিচ্ছে, যে কাওকে ছাড়া কারোর জীবন থেমে থাকে না, কারোর স্মৃতি আঁকড়ে বসেও থাকে না কেও৷ সময়ের প্রবাহে একজনের বদলে জীবনে আসে অন্য মুখ ৷ কারোর চুলের সেই খুব চেনা গন্ধটা ভুলে মানুষ ডুব দেয় অন্য কারোর চোখের নেশায় ৷ একজনের শান্ত স্বরের কবিতার জায়গা নেয় অন্যজনের প্রাণোচ্ছল হাসিঠাট্টা ৷ কারণ, জীবনের একটাই সত্য... গতিশীলতা ৷ #yqbengali #bengaliquotes #bengalipost