তুমি একটিবার যদি ডাকতে সাড়া না দিয়ে পারতাম না থাকতে। মুখফুটে বলতে যদি কথা তবে আমিও ভাঙতাম নিরবতা। কিন্তু তুমি বারবার কেটে দাও ফোন অভিমানী আমিও, ভেঙে গেছে মন। শুধু নিজের দুঃখ বললেই কি হবে? অপরের গুলোও তো শুনতে হবে। তুমি যেমন বাঁচাতে ভালোবাসো দূরত্ব আমিও গড়তে ভালোবাসি বন্ধুত্ব। কিন্তু পথের কাঁটা একগুঁয়েমি আর জেদ তাই ইতি টেনে গল্পের দিলাম পূর্ণচ্ছেদ। #বন্ধু #আড়ি #শ্রীমতীটুম্পা #yqbengali #yqdada #yqbestbengaliquotes