কিছু ঘুড়ি যখন হাতের নাগালের মধ্যে চলে আসে, সময়ের সঙ্গে কিছুটা আপন হয়ে ওঠে, সময়ের সাথে কিছু মিস্টি স্মৃতিও জমে, ঠিক তেমনই কিছু মানুষও মনে বসে, সময়ের সঙ্গে সেও আপন হয়ে ওঠে, সময়ের সাথে সাথে মিষ্টি স্মৃতিও জমে, আর সময় এলে তারা হারিয়েও যায়, তাকে আর ফিরে পাওয়া সম্ভব নয়। #yqdada #yqbaba #ghuri