আজ তোমাদের সবার মুখে একই স্লোগান, "গাছ লাগান, প্রাণ বাঁচান"। আজকে তোমাদের সবুজ প্রিয়, তারপর কালকে না'হয় উপরে দিও। আবার যখন সব ঠিক হবে, তোমরা সবুজ কেটেই শান্তি পাবে। আমাদের কথা একটুও ভাবোনা, কেটে ফেলো। আমাদের কী কষ্ট হয়না! আমরা তো কেবল তোমাদের ভালো চাই, শত আঘাতেও তোমাদের বাঁচিয়ে যাই। এবার অন্তত আমাদের কথা ভেবো, চোখ মেলে দেখো, বাঁচতে চাইলে তোমরা, আমাদেরও বাঁচিয়ে রেখো। #প্রকৃতিকাব্য #উষ্ণীষ #ushnish #challenge #rabinasarkar #yqdada #5thjune