পৃথক হতে কিসের ভয়? জোটে বাঁধা আছো ঠিকই তবু স্বার্থ বৈ তো নয়। তুমি একটা সংখ্যা কেবল উত্তর মিলে গেলেই ফাঁকি রাস্তা দেখো বুঝেছো যখন ছল। এবার তুমি হাঁটো স্রোতের উল্টো দিকে বগল দাবা ইঁট বেরিয়ে আসবে ভালোবাসা টাসা সব দেখবে ফিকে। দলের স্বার্থে ঘা পড়লেই দেখাবে ওরা কাঁচি আমার ভালো বুঝবে না কেউ পৃথক হয়ে নিজের জন্য বাঁচি। আজকের বিষয় - "পৃথক হতে কিসের ভয়!" 🖤🖤 এই ভাবনা রেখে, কোলাব করো আমাদের দেওয়া এই ব্যাকগ্রাউন্ডে...