১ প্রাণহীন এই জীবনের মাঝে, বাঁধ ভাঙে নোনা জল। সেই জলে ভাসছি আবার স্বপ্ন অবিকল। ঘরে বন্দি অশরীর টানে প্রেম চায় ভেজা গাল। পুড়ে বেরঙিন রঙমশালে জুড়ছি মায়াজাল। Hook Part ঘোরে ভ্রমর অসহায়, জোনাকিরাও কালো গায়ে। আকাশের ওই তারারাও এক মুঠো আলো চায়। (২) ২ (soft rock beats) ভুলেছে আজ অনুভূতিরাও, ভুলেছে উড়তে ছোট ইচ্ছেরা। উঁকি মারি কঠোর জানলা দিয়ে দেখি খেলছে আমার মিথ্যেরা। (২) Hook Part (Hard Rock with Distortion) তবু হাজার চাপা কান্নারা তোলে শূন্য মনে বান। দেখি ডুবছে আমার স্বপ্নেদেশ আর ভাসছে একটা প্রাণ। (২) Outro (soft music) হারাব না কোনো মরীচিকা তে। জানি একদিন গাইতে পারবো বেঁচে থাকার গান! ©Satanik Sil অসহায় ভ্রমর #বাংলা #বাংলা_কবিতা #বাংলালেখা #Bengali #Bengalisong #Bangla #banglakobita #Song #songlyrics