অতলান্ত সাগরের ন্যায় গভীর তোমায় দীপ্ত, তোমার আদর্শ, তেজস্বী পুরুষ! তোমার চলার পথের রবিচ্ছটায় সিক্ত বিশ্বগণ, ধন্য বঙ্গভূমি তোমায় পাদস্পর্শে! তোমার ব্রতে শপথ নিয়ে লক্ষ লক্ষ যুবক নাম লিখিয়েছে জীব জ্ঞানে শিব সেবায়! ধর্মের গোঁড়ামি ভেদ করে তারা পৌঁছে দিচ্ছে সেবা, দূর দুরান্তের মাঝে! তোমার দেখানো পথ - নন্দন কানন সম । শুভ জন্মদিনে অনেক ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করলাম তোমার চরণে, তোমার চলার পথে!🙏🙏❤️❤️🌹🌹 ©শ্রাবন্তী সামন্ত #swamiji #স্বামীজী