জানিস আমি আর কাঁদি না।। সারাক্ষন ফোঁপাই মনে।। জেদ ধরে তুই বলিস যেদিন, ভালো আমায় বাসবিনা আর।। এখন আর রাগ আসেনা, আগের মতো মন ভাঙ্গেনা।। চিৎকার করে শব্দগুলো, ঘুরে বেড়ায়,ধাক্কা খায়।। বেরিয়ে আসার পথ না পেয়ে, শুকনো মুখেই ঘুমিয়ে যায়।। তুই কি কিছু শুনতে পাস?? পাশে আমার থাকিস যখন, তুই কি তখন বুঝতে পারিস?? আমার ভিতর,কেউ নিহত।। #nil