তোর প্রেমে হয়তো ছিল খাদ, তাইতো আজকে আমি বাদ পরে গেছি তোর জীবন থেকে..... তোর প্রাপ্তবয়স্ক দুচোখ ভরা শুধুই ছিল লোভের ঝোঁক তাইতো আমি বাদ পরে গেছি তোর জীবন থেকে.... আমার রাত আজকেও আমার মতোই কাটাই কিন্তু তোর রাত হয়তো অন্য কারোর ইচ্ছায় চলে.. হয়তো আজও কিছুটা হলেও বাদ পড়িনি তোর জীবন থেকে !! --tekka #রাত #tekka