গতি ফিরবে আবার চায়ের আড্ডাবাজি, শান্ত পথ হয়ে উঠবে জনমানুষে পরিপূর্ণ। স্তব্দ কারখানায় বেজে উঠবে মেসিনেরগান, পৃথিবী ফিরে পাবে আগের গতিময়তা । মানুষ হয়ে উঠবে আরো বেশী ব্যস্ততম জীব। কলমে:রিংকি পাল #Poem✍️