Nojoto: Largest Storytelling Platform

আচ্ছা কখনো কাউকে ফুল দিয়েছেন, এবং সেই ফুলটা সে ত

আচ্ছা কখনো কাউকে ফুল দিয়েছেন, এবং 
সেই ফুলটা সে তাচ্ছিল্যে পায়ে মাড়িয়ে ফেলে গিয়েছে? 
হতে পারে পরে সে অজুহাতে ক্ষমা চেয়েছিল তবু বলবো,  
তুমি তাকে ডিজার্ভ করো না যে তোমাকে কষ্ট দেয়, চলে গিয়ে 
আবার ফিরে আসে। তুমি তাকে ডিজার্ভ করো যে তোমাকে কষ্ট 
দিতে কষ্ট পায়, আর কখনো ছেড়ে যাওয়ার সাহসও না রাখে।

©Priti Biswas
  #প্রেম #ফুল #অবহেলা
pritibiswas3574

Priti Biswas

New Creator

#প্রেম #ফুল #অবহেলা #ইরোটিকা

89 Views