গল্প হলেও সত্যি ২ বনানী আর সহ্য করতে পারছে না , অনেক হল, এবার শঙ্খকে ওর চাই, যবে থেকে গর্ভ ধারণ করেছে তবে থেকে শঙ্খর প্রতি ভালোবাসাটা জেগে উঠেছে , শঙ্খ শুধু আমার আমি তোকে ওর হতে দেব না সুলগ্না। বনানীর মনের এই ঘন অন্ধকারের ব্যাপারে কেউ জানতে পারল না, আর এর পর বনানী কি করতে চলেছে সেটাও কেউ ধারণাও করতে পারে নি , আর শঙ্খর প্রতি এত আকর্ষণের পেছনে যে কি বিশাল বড় রহস্য লুকিয়ে আছে কেউ ধারণাও করতে পারে নি। সময়ই সব রহস্য উদঘাটন করে দেবে। #একযেছিলকন্যা #গল্পহলেওসত্যি #sequel #shareduniverse