শব্দগুলো খামখেয়ালি গজিয়ে ওঠে যেন পাতায় পাতায় হরফ ফলায় কেউ যানে না কেন। তুমি কি যান শব্দগুলোর বাড়ি কোথায় কোথায় তারা থাকে আমি তো দেখি শুধুই তারা ঘুরছে আশেপাশে একটাকে যেই ধরতে যাই পরেরটা যায় ফস্কে ঘুরতে ঘুরতে কলমের ফাঁদে মোটেই চায় না আসতে তবুও কিছু শব্দ নিয়ে করছি আমি খেলা লাভ নেই তাও বকছি বেকার কাটছে আমার বেলা তুমিও বরং কাগজ তোলো কলম রাখো তাতে চিন্তাগুলো জ্যান্ত হবে পড়বে এসে হাতে হোক না ছবি হোক না ছড়া হোক না হিজিবিজি এমনি কোনও গল্পই হোক তাতেও নেই কো ক্ষতি দিন যে আমার বয়ে গেল আর দুপুর এল বেশ শব্দগুলো বেজায় ঢ্যাঁটা তাই এখানেই করি শেষ। #bengali #bengali_poem #fun #casual