আলো আঁধার ঘেরা ঘরে একাকিত্ব এর স্বাদ যে ভারী মিষ্টি , তারমধ্যে মেঘে ঢাকা আকাশ দূর থাক ভেসে আসা আগমনীর গান, এ যেন স্বপ্নের দেশে বাসের মত সবকিছুর সাথে নিঃসঙ্গতার এ যেন এক অপরূপ মেলবন্ধন।। #yqbangla #yqdada