Nojoto: Largest Storytelling Platform

"""এপিটাফ""" সেদিন, সাদা কাফন আমায় জড়িয়ে ধরবে

 """এপিটাফ"""

সেদিন,
সাদা কাফন আমায় জড়িয়ে ধরবে 
শুধু তুমি পারবে না।

সেদিন,
অন্য কেউ আমায় তৈরি করবে 
শুধু তুমি করবে না।

হয়তো দূর খানকায় দাড়িয়ে আমায় পাবার তীব্র আকাঙ্ক্ষা করবে।
কিন্তু,তুমি আমায় পাবে না।

সেদিন,
চোখের জল গড়িয়ে পড়বে 
কিন্তু,জল তুমি মুছবে না ।
অপেক্ষায় থাকবে ?
কিন্তু আমি তো আসবো না ।

তুমি বিরক্ত হবে ,অভিমান করবে 
সেদিন কেউ তোমায় শুনবে না ।
সেদিন ব্যস্ততার কারণ শুধু আমি হব।

সেদিন ,
চাঁদের হাট বসবে , লোক সমাগম হবে 
কিন্তু তুমি বড্ড একা থাকবে।

সেদিন,
অধিকার বলে স্পর্শ করতে চাবে
কিন্তু তুমি  তা পারবে না।
তুমি দাবি করবে তোমার বলে 
কিন্তু কেউ তোমার কথা শুনবে না।
সেদিন নিজেকে অধর্মণ মনে করবে।

থাকবো না সেদিন চোখের জল মুছতে 
থাকবে না সেদিন তোমার নাম আমার এপিটাফে।
  #fristquote #banglaquote #bangladesh #bangladeshiwriter #banglapost
 """এপিটাফ"""

সেদিন,
সাদা কাফন আমায় জড়িয়ে ধরবে 
শুধু তুমি পারবে না।

সেদিন,
অন্য কেউ আমায় তৈরি করবে 
শুধু তুমি করবে না।

হয়তো দূর খানকায় দাড়িয়ে আমায় পাবার তীব্র আকাঙ্ক্ষা করবে।
কিন্তু,তুমি আমায় পাবে না।

সেদিন,
চোখের জল গড়িয়ে পড়বে 
কিন্তু,জল তুমি মুছবে না ।
অপেক্ষায় থাকবে ?
কিন্তু আমি তো আসবো না ।

তুমি বিরক্ত হবে ,অভিমান করবে 
সেদিন কেউ তোমায় শুনবে না ।
সেদিন ব্যস্ততার কারণ শুধু আমি হব।

সেদিন ,
চাঁদের হাট বসবে , লোক সমাগম হবে 
কিন্তু তুমি বড্ড একা থাকবে।

সেদিন,
অধিকার বলে স্পর্শ করতে চাবে
কিন্তু তুমি  তা পারবে না।
তুমি দাবি করবে তোমার বলে 
কিন্তু কেউ তোমার কথা শুনবে না।
সেদিন নিজেকে অধর্মণ মনে করবে।

থাকবো না সেদিন চোখের জল মুছতে 
থাকবে না সেদিন তোমার নাম আমার এপিটাফে।
  #fristquote #banglaquote #bangladesh #bangladeshiwriter #banglapost