Nojoto: Largest Storytelling Platform

তোমাকে আড়চোখে মেপে নিতো লোলুপ দৃষ্টি... এই গল্পট

তোমাকে আড়চোখে মেপে নিতো 
লোলুপ দৃষ্টি...
এই গল্পটা মিথ্যে নয়।
চোরা গো প্তা আক্রমণে তুমি
ঝাঁঝরা হয়েছ
বুকের মধ্যে চিৎকারটা
গুমরে মরেছে,
লজ্জায় করে উঠতে পারো নি,
ক্লাসে ফার্স্ট হয়েছো অঙ্ক শিখে
কিন্তু, চিৎকার করতে কেও শেখায়নি।
গল্পটা মিথ্যে নয়।
তখনও তো অল্প বয়েস তোমার
ক্লীব থেকে স্ত্রী হওয়ার বেলা।
তার মাঝেই বুঝিয়ে দিয়েছিলো
শুরু হলো তোমার ' মেয়েবেলা '।

 #facts#unforgottable#unforgivable#childSextualHarrasment
তোমাকে আড়চোখে মেপে নিতো 
লোলুপ দৃষ্টি...
এই গল্পটা মিথ্যে নয়।
চোরা গো প্তা আক্রমণে তুমি
ঝাঁঝরা হয়েছ
বুকের মধ্যে চিৎকারটা
গুমরে মরেছে,
লজ্জায় করে উঠতে পারো নি,
ক্লাসে ফার্স্ট হয়েছো অঙ্ক শিখে
কিন্তু, চিৎকার করতে কেও শেখায়নি।
গল্পটা মিথ্যে নয়।
তখনও তো অল্প বয়েস তোমার
ক্লীব থেকে স্ত্রী হওয়ার বেলা।
তার মাঝেই বুঝিয়ে দিয়েছিলো
শুরু হলো তোমার ' মেয়েবেলা '।

 #facts#unforgottable#unforgivable#childSextualHarrasment