Nojoto: Largest Storytelling Platform

সহস্র সাধনার পর প্রেমের সূচনা সম্ভব হলো। মিলন নয়,

সহস্র সাধনার পর প্রেমের সূচনা সম্ভব হলো।
মিলন নয়, অস্থিচার্মসার সম্পর্কে এক পরত মাংস,
এইটুকু আশা নিয়ে অর্ঘ্য সাজানো।
তবু হলো... 
মিলন সম্ভাবনা,
শীঘ্রপতন এর মত ঝরে গেলো -
রাগ।
প্রেম হলো...
সম্পর্কের শরীরে মিথ্যে হলো 
রাগ অনুরাগ
মান অভিমান
পুজো হল একতরফা।
দেবতা দাবী করলেন -
"আমি তৃপ্ত,
বাকি পুজো বাকি থাক।
স্বস্তি নেই অধিক ভক্তিতে"
অর্ঘ্যর সোমরস সাজানো থাকলো পাত্রেই
দেবতা ঢেঁকুর তুললেন।
 #বাংলা#লেখনীর#দৌড়#সম্পর্কও#পুজো
সহস্র সাধনার পর প্রেমের সূচনা সম্ভব হলো।
মিলন নয়, অস্থিচার্মসার সম্পর্কে এক পরত মাংস,
এইটুকু আশা নিয়ে অর্ঘ্য সাজানো।
তবু হলো... 
মিলন সম্ভাবনা,
শীঘ্রপতন এর মত ঝরে গেলো -
রাগ।
প্রেম হলো...
সম্পর্কের শরীরে মিথ্যে হলো 
রাগ অনুরাগ
মান অভিমান
পুজো হল একতরফা।
দেবতা দাবী করলেন -
"আমি তৃপ্ত,
বাকি পুজো বাকি থাক।
স্বস্তি নেই অধিক ভক্তিতে"
অর্ঘ্যর সোমরস সাজানো থাকলো পাত্রেই
দেবতা ঢেঁকুর তুললেন।
 #বাংলা#লেখনীর#দৌড়#সম্পর্কও#পুজো