সহস্র সাধনার পর প্রেমের সূচনা সম্ভব হলো। মিলন নয়, অস্থিচার্মসার সম্পর্কে এক পরত মাংস, এইটুকু আশা নিয়ে অর্ঘ্য সাজানো। তবু হলো... মিলন সম্ভাবনা, শীঘ্রপতন এর মত ঝরে গেলো - রাগ। প্রেম হলো... সম্পর্কের শরীরে মিথ্যে হলো রাগ অনুরাগ মান অভিমান পুজো হল একতরফা। দেবতা দাবী করলেন - "আমি তৃপ্ত, বাকি পুজো বাকি থাক। স্বস্তি নেই অধিক ভক্তিতে" অর্ঘ্যর সোমরস সাজানো থাকলো পাত্রেই দেবতা ঢেঁকুর তুললেন। #বাংলা#লেখনীর#দৌড়#সম্পর্কও#পুজো