Nojoto: Largest Storytelling Platform

অ-মানবতা কি ভুল ছিল আমার ? করেছি বিশ্বাস তোমায় মা

অ-মানবতা
কি ভুল ছিল আমার ?
করেছি বিশ্বাস তোমায় মানবজাতি!
খাবার খেতে  তো এসেছিলাম
করিনি তো কোনো ক্ষতি তোমার!
তবে কেনো মারলে একটি নয় দুটো প্রাণ?
মনুষ্যত্ব কি গেছে হারিয়ে তোমাদের?
তোমরা সুন্দর পৃথিবীকে করছো না একটু আদর!
যেনো ক্রমাগত বাড়ছে তোমাদের অত্যাচারের চাদর।
কি দোষে দোষী আমি জানি না সে কথা ঠিকই
তবে তোমরা হারিয়েছো মানবতা 
আর মূল্যবোধ সবই।
সে কথা আমি চিৎকার করে বলতে পারি।
ধিক্ ধিক্ হে মানবজাতি।
আসবো না কখনো ফিরে এই ধরাতলে
মানুষের মুখোশধারীরা যেথা রবে।
খুইয়ে ফেলেছ ছিল যত মান আর হুঁশ
আর সত্যিই বলো না অন্তত নিজেকে তোমরা মানুষ।
                         -বিজয়া #bengalipoetry#humanity#elephantdeath
অ-মানবতা
কি ভুল ছিল আমার ?
করেছি বিশ্বাস তোমায় মানবজাতি!
খাবার খেতে  তো এসেছিলাম
করিনি তো কোনো ক্ষতি তোমার!
তবে কেনো মারলে একটি নয় দুটো প্রাণ?
মনুষ্যত্ব কি গেছে হারিয়ে তোমাদের?
তোমরা সুন্দর পৃথিবীকে করছো না একটু আদর!
যেনো ক্রমাগত বাড়ছে তোমাদের অত্যাচারের চাদর।
কি দোষে দোষী আমি জানি না সে কথা ঠিকই
তবে তোমরা হারিয়েছো মানবতা 
আর মূল্যবোধ সবই।
সে কথা আমি চিৎকার করে বলতে পারি।
ধিক্ ধিক্ হে মানবজাতি।
আসবো না কখনো ফিরে এই ধরাতলে
মানুষের মুখোশধারীরা যেথা রবে।
খুইয়ে ফেলেছ ছিল যত মান আর হুঁশ
আর সত্যিই বলো না অন্তত নিজেকে তোমরা মানুষ।
                         -বিজয়া #bengalipoetry#humanity#elephantdeath
bijoyadas9575

bijoya das

New Creator