যখন সমুদ্রের ঢেউয়ের শব্দে হেরিয়ে যাই, এই মিথ্যে দুনিয়ার মিথ্যা আশা ভুলে নিজের মনের ভিতরে সাজিয়ে রাখা হাজার হাজার খেয়ালে, ঢেউ হয়ে চলে যাই সমুদ্রের মতো গভীর হয়ে ঢেউ তুলে আমার স্বপ্নের রঙিন শহরে। #bangali #bong #poem #sopner #sohor #dream #city