বাষ্প জমা আঁখিতে স্বপ্নের ধ্বংসস্তূপ প্রতিশ্রুতিরা স্বার্থের আড়ালে গা ঢাকা দিয়ে নিশ্চুপ। ভালোবাসা হাত বদলে সুখী ভরসার ঘরে, আমি এখনও ছন্নছাড়া বেকার ভবঘুরে... সোল ক্ষয়ে যাওয়া চটিজোড়া আজও পাইনি সাফল্যের খোঁজ, কটু-কথায় এই ব্যর্থ আমির সকাল হয় রোজ... বিরহ ভারে ভগ্ন হৃদয়, কার কাঁধে মাথা রাখি? ক্ষণিকের আশা জাগিয়ে কবেই উড়ে গেছে প্রেম পাখি। বাউন্ডুলে, বেকার জীবন পুরোটাই বরবাদ... সঙ্গী শুধু জীবনের দেওয়া একরাশ অবসাদ। Mousumi Roy #অবসাদ