Nojoto: Largest Storytelling Platform

আপোষহীন হৃদয়ে যা কিছু আছে তা তোমার জন্য আলতো পাগলা

আপোষহীন হৃদয়ে যা কিছু আছে
তা তোমার জন্য আলতো পাগলামি। 
আমি তো তোমাতে উজাড় হতে চাই?
যেন ঘাসের ওপর শিশিরের হাতছানি। 

তুমি হলুদ শাড়ি আর খোলা চুলেই না হয় এসো
যেন ব্যস্ত সন্ধার এক পসলা বৃষ্টি। 
ভ্রুকুটি দিক না প্রজাপতি তোমার ঠোঁটের কোনায়! 
আর আমাতে সৃষ্টি হোনা মন-মেজাজের খুনসুটি। 

থাকুক না চোখ তোমাতে আঁটকে 
পার হোক না একরাশি রাত
ভীড় মজু না রাজপথে 
থাকুক না আমার হাতে, তোমার হাত।

জোনাকিরা জ্বলে উঠলে
না হয়  ডাক পাঠিও...... 
মেঘ পিওনের পোস্টবাক্সে
না হয় শেষ রাতে দুটো চিঠি রেখে যেও🙂

©chiran #SELF_THOUGHT 

#holdmyhand
আপোষহীন হৃদয়ে যা কিছু আছে
তা তোমার জন্য আলতো পাগলামি। 
আমি তো তোমাতে উজাড় হতে চাই?
যেন ঘাসের ওপর শিশিরের হাতছানি। 

তুমি হলুদ শাড়ি আর খোলা চুলেই না হয় এসো
যেন ব্যস্ত সন্ধার এক পসলা বৃষ্টি। 
ভ্রুকুটি দিক না প্রজাপতি তোমার ঠোঁটের কোনায়! 
আর আমাতে সৃষ্টি হোনা মন-মেজাজের খুনসুটি। 

থাকুক না চোখ তোমাতে আঁটকে 
পার হোক না একরাশি রাত
ভীড় মজু না রাজপথে 
থাকুক না আমার হাতে, তোমার হাত।

জোনাকিরা জ্বলে উঠলে
না হয়  ডাক পাঠিও...... 
মেঘ পিওনের পোস্টবাক্সে
না হয় শেষ রাতে দুটো চিঠি রেখে যেও🙂

©chiran #SELF_THOUGHT 

#holdmyhand
nojotouser6211476754

chiran

New Creator