নিশি ফুরিয়ে আসে দুচোখের পাতা এক হয় না তবু তনুমন তোমারি পিয়াসে পাষাণ হৃদয় তুমি স্বপ্নেও আসো না কভু। রাতের কোলে ধীরে ধীরে ভোর নামে জোনাকির ঘুমের বিছানায় পাখিদের কলতান সেকেন্ডের কাঁটা ক্ষত আঁকে বুকের বামে স্লিপিং পিল হার মেনে যায় অপেক্ষার হয়না অবসান। #নিশিফুরিয়েআসে #শ্রীমতীটুম্পা #yqdada #yqbestbengaliquotes