যখন রাত নিঝুম তুই একলা ঘরে, যখন পুরোনো স্মৃতি..আর চোখে বৃষ্টি ঝরে! তুই বইতে দে সেই জল টাকে, তুই হারিয়ে যা সেই স্মৃতির ফাঁকে। তুই পাশ না ভয় সেথায় হারিয়ে যাওয়ার, তুই পাবি খুঁজে পথ ফিরে চাওয়ার। যখন রাতের শেষে চোখ খুলবি মেলে, এক নতুন সূর্য উঠবে জ্বলে। এক নতুন সকাল দেখতে পাবি.. এক নতুন জীবন খুঁজে পাবি। #piyaS #peace