আগমনীর অপেক্ষাতে একটা বছর পার উমা এলো বাপের ঘরে,নিয়ে তার পরিবার শিউলি ফোটা ভোরের আলো শিশির ভেজা ঘাসে পুজো পুজো গন্ধ এখন আকাশনীলে ভাসে... সকলকে জানাই, শুভ মহালয়া 💮💮💮💮💮 আজ যে চারটি ছবি তোমরা দেখতে পাচ্ছো, তাদের প্রতিটাই এই ভোরের সঙ্গে জড়িয়ে রয়েছে; সাথে রয়েছে অনেক স্মৃতি, অনেক আবেগ, অনেক শুভ'র আগমন আর অশুভের বিনাশ। তোমারা আজ নিজেদের পছন্দের ব্যকগ্রাউণ্ডে লিখে ফেলো,