#সমাজ বন্ধু ও স্বাধীনতা #বিভাগ কবিতা #উজান পরিবার #শিরোনাম - ডাক্তার,নার্স, #লেখক- সঙ্গীতা ঘোষ এই মহামারীতে লড়ে যাচ্ছেন যারা জীবন বেপরোয়া করে ডাক্তার নার্স দৃঢ়তা একটাই মানুষের জীবন বাঁচতে হবে, ঘর সংসার ছেড়ে দিনের পর দিন তাদের আস্থানা হসপিটালের রোগিদের অসুস্থ কামরায়। ঘুমন্ত অবস্থায় চোখ কচলাতে কচলাতে ছুটে যায় রোগীর সেবায় উৎসর্গ করে, এই স্বাধীনতা দিবসে তাদের আমি নমন করি। #independenceday2020