অনিশ্চিত এক পরিস্হিতি। স্বাস্হ্যসম্মত উপায়ে বাঁচার, সুস্হ থাকার লড়াইয়ে প্রতিটি মানুষ সামিল। এই লড়াই পরিবারের সদস্যদের আবার একসাথ করেছে। কিন্তু যারা ফিরতে পারেনি নিজের বাড়িতে, যে সন্তান কর্মসূত্রে বাড়ির বাইরে; অথবা যে মেয়েটা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বাবা-মায়ের সাথে কিছুটা সময় দেখা করে আসে---- এই গৃহবন্দী পরিস্হিতি বাবা-মা ও সন্তানকে বিচ্ছিন্ন করেছে। তবু সুস্হভাবে বেঁচে থাকার জন্য ও আপনজনকে সুস্হ রাখার তাগিদে প্রত্যেকে এই মনোকষ্ট মেনে নিয়েছে। প্রতিটি দিন নতুন উদ্যমে লড়াই করার শক্তি সঞ্চয় করছে। একটু শৃঙ্খল সহ্য করছে সুনির্মল পৃথিবী ফিরে পাওয়ার আশায়। #yqbaba#yqdada#yqdidi#yqdidiqoutes