Nojoto: Largest Storytelling Platform

অনিশ্চিত এক পরিস্হিতি। স্বাস্হ্যসম্মত উপায়ে বাঁচার

অনিশ্চিত এক পরিস্হিতি। স্বাস্হ্যসম্মত উপায়ে বাঁচার, সুস্হ থাকার লড়াইয়ে প্রতিটি মানুষ সামিল। এই লড়াই পরিবারের সদস্যদের আবার একসাথ করেছে। কিন্তু যারা ফিরতে পারেনি নিজের বাড়িতে, যে সন্তান কর্মসূত্রে বাড়ির বাইরে; অথবা যে মেয়েটা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বাবা-মায়ের সাথে কিছুটা সময় দেখা করে আসে---- এই গৃহবন্দী পরিস্হিতি বাবা-মা ও সন্তানকে বিচ্ছিন্ন করেছে। তবু সুস্হভাবে বেঁচে থাকার জন্য ও আপনজনকে সুস্হ রাখার তাগিদে প্রত্যেকে এই মনোকষ্ট মেনে নিয়েছে। প্রতিটি দিন নতুন উদ্যমে লড়াই করার শক্তি সঞ্চয় করছে। একটু শৃঙ্খল সহ্য করছে সুনির্মল পৃথিবী ফিরে পাওয়ার আশায়। #yqbaba#yqdada#yqdidi#yqdidiqoutes
অনিশ্চিত এক পরিস্হিতি। স্বাস্হ্যসম্মত উপায়ে বাঁচার, সুস্হ থাকার লড়াইয়ে প্রতিটি মানুষ সামিল। এই লড়াই পরিবারের সদস্যদের আবার একসাথ করেছে। কিন্তু যারা ফিরতে পারেনি নিজের বাড়িতে, যে সন্তান কর্মসূত্রে বাড়ির বাইরে; অথবা যে মেয়েটা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বাবা-মায়ের সাথে কিছুটা সময় দেখা করে আসে---- এই গৃহবন্দী পরিস্হিতি বাবা-মা ও সন্তানকে বিচ্ছিন্ন করেছে। তবু সুস্হভাবে বেঁচে থাকার জন্য ও আপনজনকে সুস্হ রাখার তাগিদে প্রত্যেকে এই মনোকষ্ট মেনে নিয়েছে। প্রতিটি দিন নতুন উদ্যমে লড়াই করার শক্তি সঞ্চয় করছে। একটু শৃঙ্খল সহ্য করছে সুনির্মল পৃথিবী ফিরে পাওয়ার আশায়। #yqbaba#yqdada#yqdidi#yqdidiqoutes
satabdisen4493

Satabdi Sen

New Creator