আমার এক বান্ধবী, আমায় একটা লেখা পাঠিয়েছেন:- " মেয়েরা কোনো software নয়,যে নিজেকে upgrade করবে।" প্রথমেই বলি, মেয়েরাই এই পৃথিবীর সবচাইতে বড় upgraded software যা এখনও কোথাও তৈরি হয় নি, বা ভবিষ্যতেও তৈরি হবে না।ভোরের বাসন মাজা থেকে শুরু করে রাত্রে বিছানা করা পর্যন্ত দীর্ঘ অপরিসীম পরিশ্রমে নিজেকে যন্ত্র করার পাশাপাশি একটা সুন্দর হাসি দিয়ে বুঝিয়ে দেয় যে , তারও একটা মন আছে, হৃদয়ে আছে সকলের জন্য সীমাহীন ত্যাগ ও ভালবাসা।পরিবারের প্রত্যেকের রুচি ও পছন্দ অনুযায়ী নিজেকে প্রতিটি মুহূর্তে upgrade করে তাদেরকে আরও উন্ন্যত পরিষেবা দিয়ে যাচ্ছে ক্রমাগত। ছেলে, স্বামী বা বাবা হয়ে সম্পূর্ণ বিনা পয়সায় এতটা আন্তরিক ও উন্ন্যত upgraded পরিষেবা আর কোথাও পাওয়া যাবে কিনা, আমার অন্তত জানা নেই। তবে আপনাদের মধ্যে কারোর জানা থাকলে অনুগ্রহ করে জানাবেন.... @ প্রিয় কথা