Nojoto: Largest Storytelling Platform

তুমি আছো আমার থেকে বেশ খানিকটা দূরে তবুও যেন মনে হ

তুমি আছো আমার থেকে বেশ খানিকটা দূরে
তবুও যেন মনে হচ্ছে
তুমি আছো আমার পাশে
হাতদুটোকে আঁকড়ে ধরে
যাওনা চলে আমার থেকে অনেক দূরে সরে
স্মৃতিগুলো সব সাজিয়ে দেব
নিয়ে চলে যাও তোমার সাথে
অন্য কোন দূর দেশেতে... #yqdada 
#yqbangla
#lovelifequotes 
#bengalipoetry
তুমি আছো আমার থেকে বেশ খানিকটা দূরে
তবুও যেন মনে হচ্ছে
তুমি আছো আমার পাশে
হাতদুটোকে আঁকড়ে ধরে
যাওনা চলে আমার থেকে অনেক দূরে সরে
স্মৃতিগুলো সব সাজিয়ে দেব
নিয়ে চলে যাও তোমার সাথে
অন্য কোন দূর দেশেতে... #yqdada 
#yqbangla
#lovelifequotes 
#bengalipoetry