ছেলেবেলা হারিয়েছে আজ গতকালের শিশু । অন্নহিন,বস্ত্রহীন, শৈশবহীন শহরের রাজারা- নিখোঁজ আজ শৈশবের স্মৃতিতে , দিন তাদের অন্ধকার,রাত তাদের ফুটপাত দূর্যোগে অহংকার তাদের- বিনা যুদ্ধে পাওয়া সুখে পরাজয় । ছেলেবেলা হারিয়েছে আজ গতকালের শিশু, দিবস তাদের পুরো ছেলেবেলায় থাক থাকুক শিশুরা শিশুসুলভ আচরণে ব্যাস্ত ছেলেবেলার সাথি থাক ছোট মিষ্টির গোলার প্যাকেটে ।।।।। #ছেলেবেলা #chelebela #yqdada