আজ পৃথিবী থেকে সেই সবুজ দেশটা অল্পে অল্পে হারিয়ে যাচ্ছে। হারিয়ে গেছে পায়ে সেই ঘাসের আলতো ছোঁয়াটা, হারিয়ে গেছে প্রভাতের সেই গন্ধটা, রয়েছে গাড়ি-ঘোড়ার গন্ধটা।আজ চাপা পড়েছে হাজারো মাঠ অট্টালিকার ভিড়ে। আজ আমরা সবুজের বিসর্জন দিয়ে নির্মান করছি অট্টালিকা বাসস্থানের সন্ধানে, আর সেই অট্টালিকার ভ্যলকানিতে চারা লাগাই একটু সবুজের সন্ধানে। আজ শহর থেকে প্রায় হারিয়ে গেছে প্রভাতের পাখির ডাক, তাই হয়তো আজ আমরা করেছি পাখিকে খাঁচাই বন্ধ। পৃথিবীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, আজ আমরাই তাকে বাঁচানোই মেতে উঠেছি, আজ এই প্রকল্প তো কাল ঐ, নানারকম প্রোগ্রামেই ব্যাস্ত রয়েছি। প্রকল্প নয় প্রোগ্রাম নয়, আজ আমাদের প্রতিশ্রুতি চাই, প্রতিশ্রুতি কর আজ থেকেই, যে এই সবুজ পরিবেশ তোমার নয়, আমাদের নয়, এই সবুজ পরিবেশ শুধু আমার জন্যই। #yqdada #yqians #yqquotes #yqbaba #NaPoWriMo #NaPoWriMo18 #sobuj