অনেক হল বাচ্ছাসুলভ খেলা ... বয়স্ ক্রমে বাড়ছে তো ... এ তোমার অপরাহ্ন বা আমার সন্ধ্যাবেলা । ******** এবারে অমন কথায় কথায় রেগে যাওয়া টা ছাড়, জীবন যখন এতই ছোট ... হতে কি পারে, মান অভিমান এর চাইতেও বড়ো !! ************* বাড়িয়েছি দেখ বন্ধুত্বের হাত আবার এবারে তা শক্ত করে ধর ... আর যেন হয় না এমন ছাড়াছাড়ি মন'টাকে অমন ভাবেই গড় !! #Sayantani