Nojoto: Largest Storytelling Platform

সত্যি বলতে কি, সেলফি ব্যাপারটা আমাকের একদম পছন্দ ম

সত্যি বলতে কি, সেলফি ব্যাপারটা আমাকের একদম পছন্দ মত নয়, ঐই চোখ বড়ো করে, ভুরু টা কে টেনে ঘনো ঘনো খচাৎ খচাৎ করে অদ্ভুত দর্শন ছবি আমার পোষায় না।

খাড়ান, যাবেন না। আরো কিছু বলার বাকি আছে।

আমি কিন্তু অজস্র সেলফি তুলি, মানে এতখানি তুলি, যে অনায়াসে আমাকে অ্যাডিক্টেড আখ্যা দেওয়া যায়।
তার পিছনে প্রধান কারণ, দেখতে ঠিক এতটাও মনোরম সুন্দর না হওয়া যাতে মানুষজন কথায়
 কথায় ক্যামেরা বন্দী করতে ব্যস্ত হতে উঠতে পারেন বিনা বাক্যব্যায়ে।
কিন্তু আমি ফটোহলিক, ছবি অন্তপ্রাণ, শুধু ছবি চাই ,ছবি নাই দেখলে প্রাণ আকুপাকু, ভালো তুলতে পারিনা কিন্তু, তীব্র প্রেম।
মানে কথা হলো, আঙ্গেল খুঁজে বেড়াই।
কেও যদি তুলে দেয় তো আলাদা ব্যাপার, নইলে পাগলামি জারি রহেগা।
 #photoholic#selfieManiac#yourquotedada#yourquotebaba
সত্যি বলতে কি, সেলফি ব্যাপারটা আমাকের একদম পছন্দ মত নয়, ঐই চোখ বড়ো করে, ভুরু টা কে টেনে ঘনো ঘনো খচাৎ খচাৎ করে অদ্ভুত দর্শন ছবি আমার পোষায় না।

খাড়ান, যাবেন না। আরো কিছু বলার বাকি আছে।

আমি কিন্তু অজস্র সেলফি তুলি, মানে এতখানি তুলি, যে অনায়াসে আমাকে অ্যাডিক্টেড আখ্যা দেওয়া যায়।
তার পিছনে প্রধান কারণ, দেখতে ঠিক এতটাও মনোরম সুন্দর না হওয়া যাতে মানুষজন কথায়
 কথায় ক্যামেরা বন্দী করতে ব্যস্ত হতে উঠতে পারেন বিনা বাক্যব্যায়ে।
কিন্তু আমি ফটোহলিক, ছবি অন্তপ্রাণ, শুধু ছবি চাই ,ছবি নাই দেখলে প্রাণ আকুপাকু, ভালো তুলতে পারিনা কিন্তু, তীব্র প্রেম।
মানে কথা হলো, আঙ্গেল খুঁজে বেড়াই।
কেও যদি তুলে দেয় তো আলাদা ব্যাপার, নইলে পাগলামি জারি রহেগা।
 #photoholic#selfieManiac#yourquotedada#yourquotebaba