বিসর্জনের রেশ রয়ে যায়, যারা বসন্ত হারায় তোমাদের আজকের শব্দ হলো "হারায়"। ওপরের লাইনটির সাথে সামঞ্জস্য রেখে বা না রেখে collab করো একটি লাইনে। তবে তোমার লাইনটির শেষ শব্দটি যেন হয় "হারায়"। অর্থাৎ ভাবনা হাঁটুক তোমার মতে। অন্তে মিল আসুক আমার মতে। লিখেছে Nostalgia Writers' Club-এর সদস্য Aparajita Majumdar আজকের background image-টি তুলেছে Nostalgia Photographers' Club-এর সদস্য Sayantani Banerjee Nostalgia Writers' Club-এর সদস্য হওয়ার জন্য তোমার ১লাইনের ছোট্ট ভাবনা mail করো। তোমাদের লেখা ভাল লাগলে সেটি হবে Nostalgia page-এর আগামী দিনের collab.